ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৪ বাংলাদেশি যুবক

Looks like you've blocked notifications!

ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি যুবক। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ রোববার রাতে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। তাঁদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ফিরে আসা ১৪ যুবক কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। এরপর তাঁরা ভারতের তামিলনাড়ু পুলিশের হাতে আটক হন।

পরে আদালত দুই বছরের সাজা দিলে তাঁদের পাঠানো হয় তামিলনাড়ু কেন্দ্রীয় কারাগারে।

সাজার মেয়াদ শেষে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।