Beta

বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

১৪ জুলাই ২০১৯, ১৭:৪১

অনলাইন ডেস্ক

বন্যাবিধ্বস্ত নেপালের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। আজ রোববার দেশটির সরকার এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত কয়েক দিন ধরে ভারি বর্ষণের কারণে নেপালের বহু এলাকা এখনো প্লাবিত। সেইসঙ্গে চলছে ব্যাপক ভূমিধস। বিপৎসীমার ওপর দিয়ে পানির স্রোত বইছে নদীগুলোতে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ জন আহত এবং ২৯ জন নিখোঁজ রয়েছে।

খবরে আরো বলা হয়, অতি বৃষ্টির কারণে দেশটির দক্ষিণাঞ্চল একেবারে তলিয়ে গেছে। এই এলাকায় বন্যার পানি ঘরের ছাঁদ পর্যন্ত উঠে গেছে।

গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেশটির ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে খবর পাওয়া গেছে।

আর ভূমিধসের ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। প্রশাসনের তরফ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বানভাসীদের।

Advertisement