সোমালিয়ার হোটেলে সশস্ত্র হামলা, সাংবাদিক ও এমপিসহ নিহত অন্তত ১২

Looks like you've blocked notifications!

সোমালিয়ার একটি বন্দর নগরে এক হোটেলে আত্মঘাতী বোমা হামলাসহ বন্দুক হামলায় সাংবাদিক, সাবেক মন্ত্রী ও আইন প্রণেতাসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

হোটেলের নিরাপত্তারক্ষী ও হামলা থেকে বেঁচে ফেরা কয়েকজনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর কিসমায়োর আসাসে নামের হোটেলের ভেতর গাড়ি ঢুকিয়ে বিস্ফোরণ ঘটায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী। এরপর হোটেলে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে কয়েকজন বন্দুকধারী।

ওই হামলায় হোদান নালায়েহ (৪৩) নামে একজন টেলিভিশন সাংবাদিক ও তাঁর স্বামী নিহত হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। 

সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িবোমা বিস্ফোরণের পরপরই হোটেলে ভেতর গুলিবর্ষণের আওয়াজ শোনা যায়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আবদি ধুহুলের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, এ হামলায় স্থানীয় প্রশাসনের একজন সাবেক মন্ত্রী ও একজন আইনপ্রণেতাও নিহত হয়েছেন।

হোটেলে হামলা চালানো চার বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেন ওই নিরাপত্তা কর্মকর্তা।