বিয়ারের বোতলে গান্ধীর ছবি, ক্ষমা চাইল ইসরায়েলি কোম্পানি

Looks like you've blocked notifications!

বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করে কঠোর সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলের বিয়ার প্রস্তুতকারক কোম্পানি মালকা। এ ঘটনায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন কোম্পানিটির ব্র্যান্ড ম্যানেজার গিলাড ড্রর।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে ড্রর বলেন, ‘ভাবাবেগ আহত হওয়ার জন্য ভারত সরকার ও সব ভারতবাসীর কাছে ক্ষমা চায় মালকা বিয়ার। মহাত্মা গান্ধীর আদর্শকে আমরা সম্মান করি। তাঁর ছবি বোতলে ব্যবহার করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘মহাত্মা গান্ধীর ছবিসংবলিত সব বিয়ারের বোতল বাজার থেকে সরিয়ে নেওয়া হবে। ভারতীয় দূতাবাসের অভিযোগ জানার পর থেকেই এ ধরনের বোতল প্রক্রিয়াজাতকরণও বন্ধ করা হয়েছে।’

‘বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি শুধু তাঁকে সম্মান জানানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছিল,’ বিবৃতিতে আরো বলা হয়।

এর আগে গত মঙ্গলবার এ ঘটনা নিয়ে রাজ্যসভায় আলোচনা হয়। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।