Beta

অবিশ্বাস্য! আস্ত কুমিরকে গিলে খেল সাপ

০৪ জুলাই ২০১৯, ২০:১৫

অনলাইন ডেস্ক

চলছিল কুমিরের সঙ্গে সাপের লড়াই। অনেকক্ষণ লড়াইয়ের পর আস্ত কুমিরকে গিলে খেল সাপ! কীভাবে একটা বড় কুমিরকে সাপটি গিলে খেল, সেটাই ভাবাচ্ছে নেটিজেনদের৷  অস্ট্রেলিয়ার মাউন্ট ইসার কাছে একটি জলাসয়ে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। অস্ট্রেলিয়ান অলিভ পাইথন নামের এই অজগর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় সাপ।

আকারে এমনিতেই অনেক বড় ও চওড়া হয় কুমির। তাহলে কীভাবে গোটা কুমিরকে গিলে ফেলল সাপটি? অবিশ্বাস্য এই ঘটনার খুব কাছ থেকে দেখেছন ও ছবি তুলেছেন মার্টিন মুলার নামের এক ব্যক্তি। সেই সময় সেখানে কায়াকিং (এক ধরণের ওয়াটার স্পোর্টস) করার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি। তাঁর তোলা সেই ছবি ফেসবুকে তুলে দেয় জিসি ওয়াইল্ড লাইফ রেসকিউ ইনক।

সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, জিসি ওয়াইল্ড লাইফের মালিক মাইকেল জোনস বলেছেন, তিনি খুব কাছে থেকে এই ধরণের অজগর দেখেছেন। দেখেছেন আস্ত এক কুমীরকে অজগরের শিকার হতে। তাঁর মতে অজগর তার শিকারের প্রয়োজনে চোয়াল অনেকটা বড় করতে পারে এই ঘটনা তারই প্রমাণ।

Advertisement