Beta

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে নিহত ২৬

০৪ জুলাই ২০১৯, ০৯:৫০ | আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৯:৫২

অনলাইন ডেস্ক

হন্ডুরাস উপকূলে একটি মাছ ধরার নৌকা পানিতে ডুবে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নৌকা থেকে আরো ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্যারিবীয় উপকূলের মসকুইশিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

চিংড়ি ধরার ওপর দেশটির সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ৭০ টন ওজনের ওই নৌকায় গাদাগাদি করে মাছ ধরার জন্য সাগরে পাড়ি দেন জেলেরা।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সেটি এখনো পরিষ্কার নয়। এদিকে  দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনাকবলিত নৌকার ক্যাপ্টেন রেডিওতে এসওএস সিগন্যাল (বিপদ সংকেত) পাঠান এবং এর কিছু সময় পরে তিনি মারা যান।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে মেজার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ও উদ্ধার করা জেলেদের নিকটস্থ পুয়ের্তো লেমপিরা শহরে নিয়ে যাওয়া হয়।

হোসে মেজার আরো জানান, এ দুর্ঘটনার ঠিক আগে আগে ওই একই অঞ্চলে গতকাল বুধবার আরো একটি অতিরিক্ত জেলেবোঝাই নৌকা সাগরে ডুবে গিয়েছিল।

অবশ্য সে দুর্ঘটনায় কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ৪০ জন আহত হন বলে জানা গেছে।

Advertisement