Beta

আবার উত্তাল কাশ্মীর, ‘জঙ্গিদের’ গুলিতে নিহত মেজর

১৭ জুন ২০১৯, ২০:০৩ | আপডেট: ১৭ জুন ২০১৯, ২১:৫২

অনলাইন ডেস্ক

জম্মু ও কাশ্মীরে কথিত জঙ্গিদের সাথে লড়াইয়ে আজ ভারত সেনাবাহিনীর এক মেজর নিহত এবং তিন সেনা সদস্য আহত হয়েছেন।

আহত তিন সেনার মধ্যেও একজন সেনাবাহিনীর মেজর রয়েছেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার আচাবল এলাকায় সেনাবাহিনীর সাথে কথিত জঙ্গিদের ওই সংঘর্ষ হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আহতদের দ্রুত শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিরাপত্তা বাহিনী ওই এলাকায় আজ সকালে একটি তল্লাশি অভিযান চালায়। এর পরই বন্দুকের লড়াই শুরু হয়ে যায়, যখন জঙ্গিরা সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও।

Advertisement