Beta

এক পা ছাড়াই নাচ!

১৪ জুন ২০১৯, ১৬:১৭

অনলাইন ডেস্ক

লাটভিয়ায় জন্ম নেওয়া ভিক্টোরিয়া মোডেস্টার ‘বায়োনিক ওম্যান’ হয়ে ওঠার গল্পটা বেশ চমকপ্রদ।

জন্মের সময় চিকিৎসকের ভুলে ভিক্টোরিয়ার বাঁ পায়ে ত্রুটি দেখা দেয়। ফলে চলাফেরা করতে সমস্যা হতো ভিক্টোরিয়ার। এর জন্য একবার-দুবার নয়, ১৫ বার পায়ে সার্জারি করাতে হয়। তবুও হাঁটাচলা করতে সমস্যা হচ্ছিল ভিক্টোরিয়ার। শেষমেশ  ১৫ বছর বয়সে ওই পা কেটেই ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

কিন্তু পা কখনোই ভিক্টোরিয়ার ক্যারিয়ারে বাধা হয়নি। পেশাদার মডেল ও নৃত্যশিল্পী ভিক্টোরিয়া বিভিন্ন মিউজিক্যাল ভিডিওসহ লন্ডনের প্যারাঅলিম্পিকসের সমাপনীতে পারফর্ম করেছেন। ভিক্টোরিয়ার একটি ইউটিউব ভিডিও দেখা হয়েছে এক কোটিরও বেশিবার।

সম্প্রতি নতুন একটি ভিডিও নির্মাণ করেছেন ভিক্টোরিয়া।

ভিডিওটি নিচে দেখুন :

Advertisement