Beta

হোয়াইট হাউসের পাশেই নিজের গায়ে আগুন দিল যুবক!

৩০ মে ২০১৯, ১৯:২০

অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসের বাইরে একটি পার্ক। সেখানে পুরো শরীরে আগুন জ্বলছে এক যুবকের। ভয়াবহ এই দৃশ্যের অবতারণা হয়েছে ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে ইলিপস পার্কে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবর অনুসারে, বুধবার বিকেলে দর্শকদের সামনেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। ৫২ একর জমিতে গড়ে ওঠা এলিপস পার্কটি হোয়াইট হাউসের দক্ষিণে অবস্থিত। এর অবস্থান ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে, ন্যাশনাল মলের উত্তরে এবং ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের ঠিক উত্তরে।

সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে। আগুনে জ্বলতে থাকা যুবকের টি-শার্টে লেখা ছিল ‘ইউএসএ’। আগুন দেওয়ার কয়েক সেকেন্ড পরে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের স্টাফদের দেখা যায় দৌড়ে তার কাছে যেতে এবং আগুন নেভাতে।

পরে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। কিন্তু ততক্ষণে তাঁর শরীরের শতকরা ৮৫ ভাগ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই যুবকের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর আলাইনা নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আগুন লাগানোর পর সে দৌড়াচ্ছিল। এবং আমরা দেখলাম তার সারা শরীর আগুনে ঢাকা।’

Advertisement