Beta

মায়ের আশীর্বাদ নিয়ে মোদি বললেন, ‘আগেই বলেছিলাম...’

২৭ মে ২০১৯, ১১:৩৫

অনলাইন ডেস্ক
ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে বিজয়ের পর গুজরাটে গিয়ে মায়ের আশীর্বাদ নেন। ছবি : সংগৃহীত

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসাকে দায়িত্ব বেড়ে যাওয়া হিসেবেই দেখছেন নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নির্বাচনী সাফল্যের পর গতকাল রোববার গুজরাট প্রদেশের আহমেদাবাদে এক জনসভায় অংশ নেন ভারতের এই হবু প্রধানমন্ত্রী। এ সময় মোদি বলেন, ‘সাধারণ মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে হবে। আগামী পাঁচ বছর জনগণের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে।’

মোদি বলেন, আগামী পাঁচ বছর ‘জন-ভাগিদারি‌’ (জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা) ও ‘জনচেতনা’ এ দুটি বিষয় সামনে রেখেই পরিচালিত হবে তাঁর সরকার।

আহমেদাবাদের জনসভায় দুদিন আগে সুরাটে আগুন লেগে ২২ স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন মোদি।

নির্বাচনে বিপুল সাফল্যের পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

আহমেদাবাদের সভায় মোদি বলেন, ‘গুজরাটের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমার কাছে সব সময় বিশেষ কিছু। আমি এখানে আপনাদের দর্শন করতে এসেছি।’

নির্বাচন প্রক্রিয়া চলার সময় মোদিকে একাধিকবার বলতে শোনা গেছে, ভারতে সরকারের পক্ষে হাওয়া বইছে। প্রতিবার নির্বাচনের সময় ক্ষমতাসীনদের বিরোধিতা একটি প্রধান বিষয় হয়ে দাঁড়ালেও মোদি নির্বাচনের আগেই বলেছিলেন, তাঁর সরকারের কার্যক্রম দেখে মানুষ সরকারের পক্ষেই থাকতে চাইছেন।

লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনের সময় মোদি দাবি করেছিলেন, এবার তাঁর দলের আসন সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। জনসভায়  সে কথা তুলে মোদি বলেন, ‘আমি যখন বলেছিলাম ৩০০ আসন পাব, তখন অনেকেই নাক সিঁটকিয়েছিলেন। নির্বাচনের ফলাফলেই কিন্তু সব স্পষ্ট হয়ে গেছে।’

আহমেদাবাদে জনসভা করার আগে গান্ধীনগরের নিজ বাড়িতে গিয়ে মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। আগেই বিষয়টি টুইটারে জানিয়েছিলেন তিনি। দিন কয়েক আগে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে একটি সাক্ষাৎকার দেন মোদি। খুব অল্প বয়সে বাড়ি ছাড়ার কথা জানিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সেই সাক্ষাৎকারে মোদি বলেছিলেন, কেন তিনি তাঁর মায়ের সঙ্গে থাকেন না।

‘অল্প বয়সে বাড়ি ছাড়লেও মায়ের সঙ্গে বাঁধনটা বরাবরই অটুট ছিল। এখন তো পুরো দেশটাই আমার পরিবার,’ যোগ করেছিলেন মোদি।

Advertisement