Beta

ঈদের পর ‘ইসলামী সংস্কারবাদী'সহ তিনজনের শিরশ্ছেদ করবে সৌদি আরব

২৩ মে ২০১৯, ১১:৪৫

অনলাইন ডেস্ক

একজন ‘ইসলামী সংস্কারবাদী'সহ মোট তিনজনের শিরচ্ছেদ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

তাঁদের বিরুদ্ধে ‘ইসলামী সংস্কারবাদ’ এবং সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খবর দি ডেইলি মেইলের।

খবরে আরো বলা হয়, আগামী মাসে অর্থাৎ রমজানের ঈদের পর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সালমান আল-আওদা, আওয়াদ আল-কারনি এবং আলি আল-ওমারি। আনীত অভিযোগের কারণে তাঁদের ২০১৭ সালে গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইক্লেইম জানায়, পবিত্র রমজান শেষে আগামী জুনের ৪ তারিখ এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

Advertisement