Beta

নেদারল্যান্ডসে ট্রামে গুলি, একাধিক আহত

১৮ মার্চ ২০১৯, ১৭:৫০ | আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১৭:৫৮

অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের ইউট্রেক্টে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের একটি শহরে ট্রামে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকালে ইউট্রেক্ট নামের শহরে ওই ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম বিবিসি বলছে, একজন বন্দুকধারী ট্রামটিতে গুলি করে। ঘটনার পর ওই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

জানা যায়, গুলি করেই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ।

এ ব্যাপারে ইউট্রেক্ট পুলিশ টুইটারে জানিয়েছে, সকাল পৌনে ১১টার দিকে গুলির শব্দ শোনা যায়। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে হেলিকপ্টার টহল দিচ্ছে। পুলিশের মুখপাত্র জুস্ট ল্যান্সেজ বলেন, ‘একটি ট্রামে বেশ কয়েকটি গুলি ছোঁড়া হয়।’

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘একটা লোক গুলি করা শুরু করে।’ অন্য একজন জানান, তিনি এক নারীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘আমি তাঁকে গাড়িতে তুলি। পুলিশ আসার পর তিনি জ্ঞান হারান।

ওই ঘটনায় আহতের সংখ্যা কত বা আহতদের অবস্থা কী, তা এখন পর্যন্ত জানা যায়নি। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকও করা যায়নি।

Advertisement