১৫৭ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

Looks like you've blocked notifications!

রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে ১৫৭ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ রোববার দুপুরে মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আটজন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।’

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে কিছু না জানালেও ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড়াল দেয়, তার ছয় মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। খুব সম্ভবত সেটি বিশফটো শহরের কাছাকাছি বিধ্বস্ত হয়েছে।  

এরই মধ্যে বিমান কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের পাঠিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।