কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

Looks like you've blocked notifications!

কলম্বিয়ায় একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভিলাভিসেনসিও শহরে ডগলাস ডিসি-৩ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে বিমানের পাইলট নিয়ন্ত্রণকক্ষকে কারিগরি ত্রুটির কথা জানিয়েছিলেন। তারপরই বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এক ঘণ্টা পরেই দুর্ঘটনাটি ঘটে।

খারাপ আবহাওয়ার কারণে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে এ দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি বলে বিবিসির প্রতিবেদনে জানা যায়।

ডগলাস ডিসি-৩ বিমানটি প্রথম তৈরি হয় ১৯৩০ সালে। ৩০ জন যাত্রীর ধারণক্ষমতা রয়েছে বিমানটির।