কলকাতায় হাজার কেজির বিস্ফোরক উদ্ধার

Looks like you've blocked notifications!
কলকাতায় উদ্ধার হওয়া বস্তাভর্তি বিস্ফোরক । ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উদ্ধার হয়েছে এক হাজার কেজি বিস্ফোরক। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উত্তর কলকাতার টালা ব্রিজের ওপর থেকে বিস্ফোরকবোঝাই গাড়িটি জব্দ করে। গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ইন্দ্রজিত ভুঁই এবং পদ্মলোচন দে উড়িষ্যার বালাসোরের বাসিন্দা। শনিবার তাদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

কলকাতা পুলিশের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, বিশেষ সূত্রে খবর পেয়ে বিস্ফোরকবোঝাই ম্যাটাডোর গাড়িটিকে আটক করা হয়। এসটিএফের কর্মকর্তারা জানতে পারেন, উড়িষ্যা থেকে আসা একটি বিস্ফোরকবোঝাই গাড়ি কলকাতায় প্রবেশ করছে এবং সেটি উত্তর কলকাতা দিয়ে ডানলপের দিকে যাবে। এরপরেই টালা ব্রিজের ওপর গাড়িটিকে আটক করেন তাঁরা। গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া যায়। ২৭টি বস্তায় প্রায় এক হাজার কেজি বিস্ফোরক (পটাশিয়াম নাইট্রেট) উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরকবোঝাই গাড়িটি উড়িষ্যা হয়ে কলকাতার ডানলপ, ব্যারাকপুর হয়ে উত্তর ২৪ পরগনা জেলার কোনো গন্তব্যে যাচ্ছিল। তবে কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে আসা হয়েছে তা এখনও নিশ্চিত নন পুলিশ কর্মকর্তারা।