ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা

গোটা ভারতকে একসঙ্গে লড়াইয়ের ডাক দিলেন রাহুল গান্ধী

Looks like you've blocked notifications!
ভারতের জাতীয় কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে গোটা ভারতকে একসঙ্গে লড়াইয়ের ডাক দিলেন ভারতের জাতীয় কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাশে বসিয়ে শুক্রবার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাহুল।

রাহুল গান্ধী এদিন বলেন, ‘ভারতকে টুকরো করার যে পন্থা জঙ্গিগোষ্ঠীগুলো অবলম্বন করেছে, তার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে গোটা দেশ। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার যে জঙ্গি হামলা হয়েছে সিআরপিএফ কনভয়ের ওপর, সেই হামলা অত্যন্ত দুঃখজনক। জওয়ানদের মৃত্যু আমরা মেনে নেব না।’

রাহুল স্পষ্ট করে জানিয়ে দেন, ‘সন্ত্রাসবাদীরা চাইছে ভারতকে ভাগ করতে। কিন্তু আমরা তাদের জানাতে চাই, গোটা দেশ একসঙ্গে রয়েছে। ভারতকে ভাগ করতে আমরা দেবো না। একজোট হয়ে লড়াই করব। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসসহ ভারতের সব বিরোধী দল ভারতীয় সেনা ও ভারত সরকারের পাশে রয়েছে। ভারতীয় সেনার ওপর এই হামলা আসলে ভারতের আত্মার ওপরই হামলা। এ ঘটনার বদলা নেওয়া হোক। জওয়ানদের ওপর এ হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এখন অন্য কথা নয়। এখন শোকের সময়। দুঃখপ্রকাশ করার সময়। আমরা সবাই শহীদ জওয়ানদের পাশে রয়েছি।’

রাহুল গান্ধী আরো বলেন, সন্ত্রাসবাদী শক্তিরা ভারতের কিছু করতে পারবে না। ভারতের ভালোবাসা ও শান্তিকে তারা কখনই নষ্ট করতে পারবে না।  

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারতীয় সেনার ওপর এই হামলা মেনে নেওয়া হবে না। আমরা একসঙ্গে লড়াই করব।’