জোট সরকার দেশের জন্য হিতকর নয় : মোদি

Looks like you've blocked notifications!
লোকসভায় বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

‘জোট সরকার দেশের জন্য হিতকর নয়।’ ভারতের লোকসভায় শেষ ভাষণে এমনটাই জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কেন্দ্রীয় মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে এরই মধ্যে মহাজোট গড়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই জোট যে দেশের পক্ষে হিতকর নয়, লোকসভা অধিবেশনে নিজের শেষ ভাষণে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল বুধবার ভারতের সংসদে দাঁড়িয়ে নিজের শেষ ভাষণে মোদি দাবি করেন, তিন দশক বাদে ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো দল (বিজেপি) ক্ষমতায় এসেছিল। আর সে কারণেই গোটা বিশ্ব আজ ভারতকে সম্মান দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কংগ্রেস ছাড়া এই প্রথমবার ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হয়েছিল। প্রথমবার অকংগ্রেসি জোট সরকার ছিল অটলবিহারি বাজপেয়ির নেতৃত্বে।’

মোদি দাবি করে বলেন, ‘ভারতের ১৬তম লোকসভায় আটটি অধিবেশনে ১০০ শতাংশের বেশি কাজ হয়েছে। সংসদে ৮৫ শতাংশ কাজের পর বিদায় নিচ্ছি। গোটা বিশ্বে আজ ভারতের গুরুত্ব বেড়েছে বলে মনে করেন মোদি। আর সেটা সম্ভব হয়েছে কেন্দ্রে শক্তিশালী সরকার থাকার কারণেই।’

মোদি বলেন, ‘বিশ্ব আজ ভারতের কথা গুরুত্ব দিয়ে শুনছে। লোকেই বলছে, নরেন্দ্র মোদি ও সুষমা স্বরাজ ভালো কাজ করেছেন। ভারতের মাটিতে ৩০ বছর বাদে একক সংখ্যাগরিষ্ঠ সরকার থাকার কারণেই তা সম্ভব হয়েছে।’

মোদি আরো বলেন, ‘২০১৪ সালে ভারতবাসীর সিদ্ধান্তের জন্যই শক্তি বেড়েছে প্রধানমন্ত্রীর। রাষ্ট্রসংঘে বাবা সাহেব আম্বেদকর ও মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দ্রুতগতিতে পাস হয়েছে রাষ্ট্রসংঘে।’