Beta

মালদ্বীপের প্রেসিডেন্টের স্পিডবোটে বিস্ফোরণ

২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৪

অনলাইন ডেস্ক
স্পিডবোট থেকে আহত অবস্থায় মালদ্বীপের ফার্স্টলেডিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : রয়টার্স

স্পিডবোট বিস্ফোরণে ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। তবে ওই বিস্ফোরণে আহত হয়েছেন তাঁর স্ত্রী ও সঙ্গে থাকা দুজন। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌদি আরবে হজ পালন শেষে আজই সস্ত্রীক দেশে ফেরেন ইয়ামিন। মালদ্বীপের হুলহুল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে স্পিডবোটে করে রাজধানী মালেতে ফিরছিলেন তাঁরা। পথে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।

তবে প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী মোহাম্মদ হুসেইন শরীফ গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। শরীফ আরো জানান, এই ঘটনায় ফার্স্ট লেডি ফাতিমাত ইবরাহিম, এক জ্যেষ্ঠ প্রোটোকল অফিসার ও প্রেসিডেন্টের এক দেহরক্ষী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement