Beta

‘ক্রিমিয়ায় স্কুলে হামলা আমেরিকান সংস্কৃতির প্রভাব’

১৯ অক্টোবর ২০১৮, ১৫:৫৪

অনলাইন ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার স্কুলে হামলা ও শিক্ষার্থী হতাহতের ঘটনার জন্য ‘আমেরিকান সংস্কৃতি ও তথাকথিত বিশ্বায়ন’কে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

হামলার একদিন পর গতকাল বৃহস্পতিবার সোচি শহরে আয়োজিত এক সভায় পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, ‘এটি বিশ্বায়নের প্রভাব। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইন্টারনেটে আমরা দেখতে পাই যে এ রকম একটি সমাজ তৈরি করা হয়েছে। এ রকম মর্মান্তিক হামলা যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শুরু হয়।’

পুতিন বলেন, ‘নিঃসন্দেহে তরুণদের জন্য ইন্টারনেটে আমরা সুস্থ কন্টেন্ট সরবরাহ করছি না। আর সেসবের ফলেই এ ধরনের বেদনাদায়ক ঘটনা ঘটছে।’

গত বুধবার ভ্লাদিসলভ রোসলিয়াকভ নামের ১৮ বছর বয়সী এক তরুণ একটি টেকনিক্যাল কলেজে হামলা চালিয়ে অন্তত ২০ শিক্ষার্থীকে হত্যা করে। আহত হয় ৪০ জনের অধিক।  শেষে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। 

কর্তৃপক্ষ জানায়, হামলার কারণ কী হতে পারে, সে বিষয়ে অনুসন্ধান চলছে।  হামলাকারীর প্রাক্তন এক প্রেমিকা রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, স্কুলে হেনস্তার শিকার হওয়ায় রোসলিয়াকভ প্রতিশোধ নেওয়ার ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিল।

Advertisement