জম্মু ও কাশ্মীরে মিনিবাস খাদে পড়ে নিহত ১৩

Looks like you've blocked notifications!
জম্মু ও কাশ্মীরে একটি মিনিবাস খাদে পড়ে গেলে ১৩ যাত্রী প্রাণ হারান। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস গভীর খাদে পড়ে গেলে ১৩ যাত্রীর প্রাণহানি হয়। আজ শুক্রবার রাজ্যের কিস্তবার জেলার দন্দরন এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীবাহী মিনিবাসটি কেশবার থেকে কিস্তবারের দিকে যাওয়ার পথে উঁচু রাস্তা থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

উদ্ধারকাজের নেতৃত্বে থাকা কিস্তবার পুলিশ কর্মকর্তা রাজিন্দর গুপ্ত বলেন, যাত্রীবাহী মিনিবাসটির ১৩ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ওই বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

কিস্তবারের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা জানান, গুরুতর আহত আটজনকে এয়ার অ্যাস্বুলেন্সে করে জম্মুতে পাঠানো হয়েছে।

এ ছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানান রানা।

জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক টুইট বার্তায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।