নির্বাচন পর্যন্ত শ্রিংলা, এরপর হয়তো রিভা গাঙ্গুলি

Looks like you've blocked notifications!
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও সম্ভাব্য হাইকমিশনার রিভা গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হয়ে আসতে পারেন রিভা গাঙ্গুলি। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের (আইসিসিআর) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, ভারত সরকার বিশ্বের কয়েকটি দেশে নিজেদের রাষ্ট্রদূত পরিবর্তনের পরিকল্পনা করছে। এ পরিকল্পনা অনুযায়ী এই বছরের ডিসেম্বর পর্যন্ত শ্রিংলা বাংলাদেশে দায়িত্ব পালন করবেন। পরে তাঁকে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূতের পদে নিযুক্ত করা হতে পারে। যুক্তরাষ্ট্রে বর্তমানে দায়িত্বরত নভতাজ স্বর্ণ এ বছর অবসরে যাবেন।

এদিকে, শ্রিংলার জায়গায় বাংলাদেশে আসতে পারেন রিভা। তবে, এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ভারতীয় সরকার।

২০১৫ সালের নভেম্বর মাসে হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় ভারতীয় হাইকমিশনার পদে নিযুক্ত হন।