Beta

উড়োজাহাজ ‘চুরি’র পর অবতরণ-উড্ডয়ন বন্ধ

১১ আগস্ট ২০১৮, ১২:৫৫

বিবিসি

যুক্তরাষ্ট্রের সিয়াটলে উড়োজাহাজ ‘চুরি’র ঘটনায় বিমানবন্দরে বেশ কিছুক্ষণ চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ বলছে, এয়ারলাইনস প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অনুমতি ছাড়াই সিয়াটল-ট্যাকোমা রুটের একটি উড়োজাহাজ নিয়ে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। অবশ্য এ সময় উড়োজাহাজে কোনো যাত্রী ছিল না।

শনিবার কর্মকর্তারা বলেন, উড়োজাহাজটি সমুদ্রে বিধস্ত হয়েছে। পাইলটের পরিচয় ও অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি।

পিয়ার্স কাউন্টির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, এটা কোনো সন্ত্রাসী হামলার ঘটনা না।

স্থানীয় সংবাদ মাধ্যম সিয়াটল টাইমস জানিয়েছে, উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ পাইলটকে অবতরণের জন্য বোঝানোর চেষ্টা করে। তিনি রুঢ় ও বেপরোয়া ছিলেন বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি এলোমেলোভাবে চলছে।

উড়োজাহাজটির অন্যতম মালিক আলাস্কা এয়ারলাইনস একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির পিছু নেয় মার্কিন যুদ্ধবিমান।

বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, এয়ারলাইনের একজন কর্মকর্তা অনুমতি ছাড়াই উড়োজাহাজটি উড়িয়ে নিয়ে যান, যাতে কোনো যাত্রী ছিল না। একপর্যায়ে এটি সমুদ্রে বিধ্বস্ত হয়। বর্তমানে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সিয়াটল-ট্যাকোমা রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।

Advertisement