Beta

ভূমিকম্পের প্রবল দুলুনিতেও নামাজ আদায় করলেন ইমাম

০৭ আগস্ট ২০১৮, ২১:১৯ | আপডেট: ০৭ আগস্ট ২০১৮, ২২:৫৯

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্পের সময়ও ইমামতি করতে থাকা ইমাম আরাফাত। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গত রোববার শক্তিশালী ভূমিকম্প হয়। এ সময় প্রবল দুলুনি উপেক্ষা করেও মসজিদে জামাতে নামাজ আদায় করছিলেন এক ইমাম। এমন একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেক মানুষ ওই ইমামের দৃঢ়তাকে প্রশংসা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

মুসল্লা আস সুহদা নামের ওই মসজিদের এক মুখপাত্র বিবিসিকে বলেন, নামাজ চলাকালীন ওই ভূমিকম্পের সময় ‘মসজিদের ছাদ থেকে এমন শব্দ হতে থাকে যে (উপস্থিত সবার মনে হতে থাকে, যে কোনো মুহূর্তে) সেটি ভেঙে পড়তে পারে, ফলে (ভয় পেয়ে) আমরা সবাই নামাজ ছেড়ে বেরিয়ে আসি।

কিন্তু আরাফাত নামের ওই ইমামের অটল বিশ্বাসের ফলে তিনি মনে করেন তাঁর জীবন একমাত্র আল্লাহই নিতে পারেন’ আর সে ক্ষেত্রে মসজিদই হলো শ্রেষ্ঠ স্থান। 

গত রোববার সন্ধ্যায় বালির পার্শ্ববর্তী পর্যটন দ্বীপ লম্বকে হানা দেওয়া ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০০ জনের মতো মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পে অজস্র ভবন বিধ্বস্ত হওয়া ছাড়াও ঘরবাড়ি ছেড়ে আশ্রয়হীন হতে হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষকে।

Advertisement