Beta

আফগানিস্তানে শিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

০৫ আগস্ট ২০১৮, ১১:৪৪

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শিয়া মুসলিমদের একটি মসজিদে গত শুক্রবার হামলার স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় ৩৯ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন।

আজ রোববার রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন থেকে এ খবর পাওয়া যায়।

আইএস তাদের সংবাদ সংস্থা আমাক মারফত এক বিবৃতিতে জানায়, ওই হামলায় শিয়া ও নিরাপত্তা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ১৫০ জন হতাহত হয়। কিন্তু কীভাবে হামলা চালানো হয়, তার বিস্তারিত কিছু সেখানে জানানো হয়নি।

পাকতিয়া পুলিশপ্রধান জানান, বোরকা পরিহিত দুই জঙ্গি ওই হামলায় চালায়, সে সময় মসজিদটিতে শতাধিক মুসল্লি নামাজের জন্য হাজির ছিলেন।

দেশটিতে বর্তমানে পশ্চিমা মদদপুষ্ট সরকার ও তালেবানের সঙ্গে শান্তি আলোচনার চাপ তৈরি হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন শিয়া মসজিদ, নিরাপত্তা চৌকি ও সাধারণ মানুষের ওপর একের পর এক হামলা চালাচ্ছে আইএস।

আফগানিস্তানে শিয়া জনগোষ্ঠীর সংখ্যা কত, তার নির্ভরযোগ্য জরিপ না থাকলেও দেশটির প্রায় ১০ থেকে ১৫ শতাংশ শিয়া বলে ধারণা করা হয়, যাদের বেশিরভাগই ফার্সিভাষী হাজারা ও তাজিক জনগোষ্ঠীর লোক।

Advertisement