Beta

অন্ধ্রপ্রদেশে বিস্ফোরণে প্রাণ গেল ১০ পাথর শ্রমিকের

০৪ আগস্ট ২০১৮, ১৩:২৯

কলকাতা সংবাদদাতা

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুরনুলের হাথি বেলগালে পাথর তুলতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১০ শ্রমিক। আহত হয়েছে বেশ কয়েকজন।

গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা।

বিস্ফোরণে নিহত শ্রমিকদের অধিকাংশই উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। পাথর তোলার কাজের জন্যই তারা অন্ধ্রপ্রদেশে এসেছিল।

জানা গেছে, শুক্রবার রাতে পাথরখাদানের মধ্যে জিলেটিন স্টিক দিয়ে বিস্ফোরণের কাজ চলছিল। প্রায় ২০ জন শ্রমিক  ওই সময় কাজ করছিল। কাজের মধ্যে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যায় ১০ জন শ্রমিক। বাকি শ্রমিকরা আহত অবস্থায় পাথরখাদানের মধ্যে আটকে পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।    

Advertisement