Beta

ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু

১৬ জুলাই ২০১৮, ১৯:০৪

অনলাইন ডেস্ক
ফিনল্যান্ডে বৈঠক শুরু করেন পুতিন ও ট্রাম্প। ছবি : সিএনএন

তৃতীয় একটি দেশে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই শীর্ষ নেতা। ফিনল্যান্ডের হেলসিনকিতে আজ সোমবার বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় দুপুরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট প্যালেসে ওই বৈঠকের আয়োজন করা হয়।

সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বৈঠকটি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন, তবে হেলসিনকি বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় ভ্লাদিমির পুতিনের। বৈঠকে দুই নেতার সঙ্গে শুধু তাদের অনুবাদকরা থাকবেন। যা নিয়ে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে।  

গতকাল রোববারই বিশ্বকাপ ফুটবলের মাসব্যাপী আয়োজন শেষ করে রাশিয়া। বিজয়ীদের গলায় পদক দিয়েই ফিনল্যান্ড ছুটতে হলো পুতিনকে। তবে এজন্য সাধুবাদ পেলেন খোদ ট্রাম্পের কাছেই। বৈঠকের শুরুতেই বিশ্বকাপের ‘সফল আয়োজনে’র জন্য পুতিনকে ধন্যবাদ জানান ট্রাম্প।

বৈঠকের শুরুতেই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, ‘সত্যিকার অর্থে দারুণ একটি বিশ্বকাপের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এটা সেরা আয়োজন ছিল।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে সব ধরনের বিষয় নিয়েই কথা হবে। বাণিজ্য থেকে পরমাণু সবকিছুই থাকবে।

দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন। পরমাণু বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সারাবিশ্ব এ বিষয়ে আমাদের এক সঙ্গে দেখতে চায়। আমরা দুই পরমাণু শক্তিধর দেশ। আমাদের কাছে পরমাণু শক্তির ৯০ শতাংশ আছে। এটা ভালো বিষয় না, এটা খারাপ।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। ওই বিষয়টি পুতিনের সঙ্গে বৈঠকে তুলবেন কি না এ ব্যাপারে কিছু বলেননি ট্রাম্প। ২০১৬ সালের ওই নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

এদিকে বৈঠকের আগে একসঙ্গে ছবি তোলেন দুই দেশের সরকার প্রধান। তখন প্রেসিডেন্ট পুতিন রুশ ভাষায় ট্রাম্পের উদ্দেশে কিছু বলেন। তিনি বলেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, ফিনল্যান্ডে আপনার সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমাদের মধ্যে এর আগে ফোনে কথাবার্তা হয়েছে। এখন তা বৈঠকের রূপ নিয়েছে- কারণ বিশ্বে অনেক কিছু ঘটছে, যা নিয়ে আমাদের কথা বলা দরকার।’

Advertisement