Beta

চীনা পণ্যে মার্কিন শুল্ক, অস্ট্রেলিয়ার সমালোচনা

১৭ জুন ২০১৮, ১৩:১৪

নিজস্ব প্রতিবেদক

চীনা পণ্য আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের কড়া সমালোচনা করেছে অস্ট্রেলিয়া।

শনিবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে দেশটির বাণিজ্যমন্ত্রী স্টিভেন কিয়েবো জানান, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ এবং পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর চীনের শুল্কারোপ বিশ্ব বাণিজ্য বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে গত শুক্রবার মেধাস্বত্ব চুরির অভিযোগ তুলে চীনা প্রযুক্তিনির্ভর পণ্যের ওপর ২৫ শতাংশ করারোপ করে ওয়াশিংটন। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন পণ্যের ওপর সমপরিমাণের শুল্কারোপের ঘোষণা দেয় বেইজিং।

আর দুই অর্থনৈতিক পরাশক্তির এই পাল্টাপাল্টি অবস্থানে বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব।

Advertisement