Beta

চীনে শিশুদের ওপর হামলা, নিহত ৭

২৭ এপ্রিল ২০১৮, ২০:৫২ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৮, ২১:০৪

অনলাইন ডেস্ক
শিশুদের ওপর হামলার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত

চীনে ছুরিকাঘাতে নিহত হয়েছে স্কুল পড়ুয়া সাত শিশু। স্কুল ছুটির পর এসব শিশু বাড়ি ফিরছিল। আজ শুক্রবার চীনের উত্তরাঞ্চলে শানজি প্রদেশে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্কুলফেরত শিশুদের ওপর ছুরি নিয়ে হামলা করে এক দুর্বৃত্ত। সাত শিশু নিহত হওয়ার পাশাপাশি ওই হামলায় ১২ শিশু আহত হয়।  

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শানজি প্রদেশের মিজহি কাউন্টের কর্মকর্তারা জানিয়েছেন হামলায় আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুদের বয়স কত তা জানাননি ওই সরকারি কর্মকর্তারা। তবে জানা যায়, শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এরচেয়ে বেশি তথ্য আর দেননি সরকারি কর্মকর্তারা।

তবে ছুরি দিয়ে এ ধরনের হামলা চীনে এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে একটি শপিং মলে এ ধরনের হামলা করে একজন নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ১২ জন আহত হয়। গত বছর একই ধরনের ঘটনায় দুইজন নিহত হয় এবং নয়জন আহত হয়। ওই ব্ছরই এক দুর্বৃত্তের ছুরি দিয়ে হামলায় ১১ জন শিশু আহত হয়।

Advertisement