Beta

পেরুতে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪৪

২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৯

অনলাইন ডেস্ক
পেরুর এরেকুইপায় গতকাল বুধবার বাস দুর্ঘটনা ৪৪ জন নিহত হন। ছবি : রয়টার্স

পেরুর এরেকুইপা শহরে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৪৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

গতকাল বুধবার দেশটির প্যান-আমেরিকান হাইওয়ে থেকে বাসটি ২০০ মিটার নিচে ওকোনা নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আহতদের মধ্যে তিন শিশুসহ সাতজনের অবস্থা বেশ গুরুতর।

তবে কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত নয়।

দেশটির পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়, দুর্ঘটনার সময় বাসটি চালা থেকে এরেকুইপা শহরের দিকে যাচ্ছিল। বাসটি চলাচলের অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ ছিল বলেও জানা যায়।

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুসজিনস্কি এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement