Beta

৩০০ মুসলিম হত্যায় ‘আংশিক দায়ী’ ডাচ সরকার

২৮ জুন ২০১৭, ১৭:৪২

দি ইনডিপেনডেন্ট
স্রেব্রেনিৎসা গণহত্যার ঘটনায় করা মামলার আপিলের রায়ের সময় মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগের আদালতে উপস্থিত ছিলেন কয়েকজন বসনীয় নারী। ছবি : এএফপি

বসনিয়ার স্রেব্রেনিৎসায় ৩০০ মুসলিমকে হত্যার জন্য নেদারল্যান্ডস বা ডাচ সরকার আংশিক দায়ী বলে পর্যবেক্ষণে বলেছেন এক আদালত।
 
স্থানীয় সময় মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী হেগের আদালত এক আপিলের রায়ে এই পর্যবেক্ষণ দেন।
 
১৯৯৫ সালে সার্ব সেনারা বসনিয়ার স্রেব্রেনিৎসায় বসনিয়াক মুসলিমদের ওপর গণহত্যা চালায়। সে সময় আট হাজার মুসলিম নিহত হয়। গণহত্যার শিকার বেশির ভাগই ছিল পুরুষ ও বালক। সেই গণহত্যায় ডাচ সরকারের সম্পৃক্ততা নিয়ে করা একটি মামলায় ২০১৪ সালে রায় দেন নেদারল্যান্ডসের বিচারিক আদালত।
 
সেই রায়ের পর আপিলে মঙ্গলবার বিচারিক আদালতের রায়ের বেশির ভাগ অংশ বহাল রাখেন হেগের আদালত।
 
রায়ের সময় বিচারপতি জিপকে ডুলেক-স্কেরমার্স বলেন, ডাচ সেনারা জানত অথবা তাদের জানা উচিত ছিল যে, বসনিয়াক মুসলিম পুরুষদের শুধু আটক  করে রাখা হয়নি, তারা নির্যাতন বা হত্যার প্রকৃত ঝুঁকিতে ছিল।  
 
বিচারপতি আরো বলেন, একটি ভবনে অরক্ষিত অবস্থায় রাখার মধ্য দিয়ে ওই পুরুষদের বাঁচার সুযোগ রাখা হয়নি।
 
হেগের আদালত আরো বলেন, হত্যায় ডাচ সেনাদের সম্পৃক্ততার মাশুল হিসেবে নেদারল্যান্ডসের উচিত নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণের ৩০ শতাংশ অর্থ দেওয়া।

Advertisement