Beta

সংবাদ সম্মেলনে জ্যান্ত বোলতা খেলেন প্রেসিডেন্ট, এরপর..

২০ জুন ২০১৭, ১৩:৫৩

এনডিটিভি
কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলেরমো সলিস রিভেরা। ছবি : ফেসবুক

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলেরমো সলিস রিভেরা। ঠিক সে সময় একটি বোলতা তাঁর মুখের কাছে চলে আসে। রসিক প্রেসিডেন্ট কালবিলম্ব না করে বোলতাটি গিলে ফেলেন। এরপর ঝোঁক সামলে তিনি সাংবাদিকদের সহাস্যে বলেন, ‘আমি এটা খেয়ে ফেলেছি। আমি বোলতা খেয়েছি।’

তাঁর এ কাণ্ডে উপস্থিত সাংবাদিকদের চোখ বিস্ময়ে ছানাবড়া। তাতে প্রেসিডেন্টের কী আসে যায়। কিছুই ঘটেনি এমন ভাব করে তিনি বলেন, ‘এ দৃশ্য আপনি প্রতিদিন দেখতে পাবেন না। তারা (সাংবাদিকরা) এটা সিএনএনের কাছেও পাঠাতে পারে। এতে (বোলতায়) খাঁটি প্রোটিন আছে।’

এর পর সেখানে উপস্থিত একজন সাংবাদিক মুখ পরিষ্কার করার জন্য প্রেসিডেন্টকে এক বোতল পানি দেন।

কোস্টারিকার পানটারেনাস প্রদেশের পাসো রিয়াল শহরে একটি শপিংমলের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

রিভেরার বোলতা খাওয়ার ভিডিওটি ১৬ জুন কোস্টারিকার স্থানীয় সংবাদ সংস্থা ‘পিজে একচুয়্যাল’ ফেসবুকে পোস্ট করে। এটি এ পর্যন্ত দুই লাখ ৩৮ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে আরো ৩৪ হাজারবার।

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রেসিডেন্টের এ কাজকে বেশ অনুপ্রেরণামূলক বলে আখ্যা দিয়েছেন।

Advertisement