Beta

ফিলিপাইনের ক্যাসিনোতে বন্দুকধারীর হামলা, নিহত ৩৬

০২ জুন ২০১৭, ১০:২২ | আপডেট: ০২ জুন ২০১৭, ১১:১৮

অনলাইন ডেস্ক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি হোটেল ও ক্যাসিনো থেকে কমপক্ষে ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। ছবি : এএফপি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি হোটেল ও ক্যাসিনো থেকে কমপক্ষে ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাসিনোতে লাগা আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।  

ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিএস-সিবিএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে ম্যানিলায় ওই হোটেলে ঢুকে টেলিভিশন স্ক্রিনের দিকে গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী। পরে সে ক্যাসিনো টেবিলসহ নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে ওই ৩৬ জনের মৃত্যু হয়। 

ধোঁয়ায় কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শরীরে আগুন লাগিয়ে নিজেকে গুলি করে হামলাকারী। তার মৃতদেহ হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। 

ওই বন্দুকধারী ডাকাতি করতেই রিসোর্টে হামলা চালায় বলে ধারণা পুলিশের। ঘটনার সঙ্গে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তাঁরা। 

Advertisement