Beta

তিন সন্তান হত্যায় মায়ের ২৬ বছরের কারাদণ্ড

৩০ মে ২০১৭, ১৪:৫৪

এবিসি অস্ট্রেলিয়া
মেলবোর্নের উপকণ্ঠের একটি হ্রদে তিন সন্তানসহ গাড়ি চালিয়ে ঝাঁপ দেন আকোন গুয়োদে নামে দক্ষিণ সুদানের এক নারী। ছবি : এবিসি অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় তিন শিশুকে হত্যা ও চতুর্থ শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে এক মাকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই নারী আজ মঙ্গলবার আদালতে তাঁর অপরাধ স্বীকারের পর আদালত ওই রায় দেন।

আকোন গুয়োদে নামের ওই নারী দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের কারণে পালিয়ে অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন। ২০১৫ সালে তিনি সন্তানসহ গাড়ি চালিয়ে মেলবোর্নের উপকণ্ঠের একটি হ্রদে ঝাঁপ দেন। গাড়ির ভেতর চার সন্তানসহ তিনি নিজেও ছিলেন। এতে তাঁর এক বছর বয়সী ছেলে বোল ও চার বছর বয়সী যমজ হ্যাঙ্গার ও ম্যাডিট প্রাণ হারায়।

উদ্ধারকর্মীরা ডুবন্ত গাড়ি থেকে তাঁকে ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে আলুয়ালকে উদ্ধার করে।

আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, গুয়োদে সোমালিয়ায় গৃহযুদ্ধের কারণে মারাত্মক মানসিক আঘাত পান। এর ফলে তিনি এই আত্মঘাতী কাজ করে থাকতে পারেন।

Advertisement