Beta

এক ঘুষিতে রেফারি হাসপাতালে!

২৮ এপ্রিল ২০১৭, ২১:৪৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৭, ২১:৪৯

ডেইলি মেইল
ফ্রান্সে এক রাগবি ম্যাচ চলাকালে খেলোয়াড়ের ঘুষিতে রেফারি গুরুতর আহত হন। ছবি : ডেইলি মেইল

ফ্রান্সের সেইন্ট-এস্তাভ ও তুলুজ দলের মধ্যকার রাগবি ম্যাচ। ম্যাচে অশোভন আচরণ করায় সেন্ট-এস্তাভের এক খেলোয়াড়কে পেনাল্টি বক্সে বা সিন বিনে যাওয়ার নির্দেশ দেন রেফারি। আর চটে গিয়ে রেফারির মুখে প্রচণ্ড জোরে ঘুষি মারেন ওই খেলোয়াড়। এতে মাঠে নিথর হয়ে পড়েন রেফারি। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

ওই খেলোয়াড়ের পরিচয় জানা যায়নি। রেফারিকে তাঁর মারধরের বিষয়টি ধরা পড়ে ক্যামেরায়।

ঘুষিতে মারাত্মক আহত রেফারির নাম বেঞ্জামিন ক্যাস্তি। তিনি কাতালান ড্রাগনস নামের একটি রাগবি ক্লাবের জনপ্রিয় খেলোয়াড় রেমি ক্যাস্তির ভাই।

ঘটনার ফুটেজ থেকে দেখা যায়, রেফারিকে ঘুষি মারার জন্য প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ছুটে আসেন। এ সময় প্রতিপক্ষের আরেক খেলোয়াড়কেও ঘুষি মারেন একই ব্যক্তি। ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সেন্ট-ইস্তেভের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কোৎজা বলেন, এই মৌসুমে এর আগেই এই খেলোয়াড়কে বরখাস্ত করা হয়েছিল। তিনি নিজেও তাঁকে ম্যাচে নিতে চাননি।

এ ঘটনার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোৎজা। তিনি বলেন, ‘এই খেলোয়াড় এই মৌসুমে এরই মধ্যে চার ম্যাচে বরখাস্ত হয়েছে এবং আমি চাইনি সে খেলুক।’

Advertisement