ইরানে ভূমিকম্পে নিহত ৫, বহু ক্ষয়ক্ষতি

ইরানের হরমোজগান প্রদেশের সায়েহ খোস গ্রামে ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি বাড়ি পরিষ্কার করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং বহু হতাহত হয়েছে। তিন বার অন্তত ছয় ডিগ্রির ভূমিকম্প আঘাত হানলে এসব হতাহত ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।
শক্তিশালী দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি। তবে যেটিতে সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল।
শনিবার ভোরে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।
ইরানের সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী বন্দর আব্বাসের আশপাশের শহর ও গ্রামে ভূমিকম্পের পরপর অন্তত ৩০ বার ভূকম্পন অনুভূত হয়েছে।

শনিবার ভোরে ভূমিকম্পের সময় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত তারা রাস্তায়ই রয়েছেন।
সংশ্লিষ্ট সংবাদ: ইরান
৩১ জুলাই ২০২২
২১ জুলাই ২০২২