৯ পেজ, ৬ অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

Looks like you've blocked notifications!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ থেকে করা নয়টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, যে নয়টি পাতা ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের ‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রচার চালানো হচ্ছিল।

তার আগে বিষয়টি নিয়ে গ্রাফিকা নামে একটি কোম্পানি তদন্ত করে। সেই তদন্তের পর পরই ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের নয়টি পাতা ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে আছে বিডিএসনিউজ ২৪ ডটকম, বিবিসি-বাংলা নামে একটি ভুয়া অ্যাকাউন্ট, নিউজ দিনরাত ২৪ ডটকম।

তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এখনো সেই তথ্য প্রকাশ করেনি ফেসবুক।