খেলা ও আড্ডায় ম্যাচের অপেক্ষায় দর্শক

বাকি আছে অল্প কিছু সময়। ঘড়ির কাঁটা টিক টিক করছে, আর দর্শকের অপেক্ষা শেষ হতে চলেছে। ম্যাচ ঘিরে সমর্থকদের মনে বাড়তি উত্তেজনা কাজ করছে। যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারছেন না, তারা চোখ রাখছেন বড় পর্দায়। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ভীড় করছেন ভক্তরা। সেখানে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।
সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের আগে একদল মেতে উঠেছেন অভিনব খেলায়। ম্যাচের অন্যতম স্পন্সর ক্লিয়ার ম্যানের সৌজন্যে লাফিয়ে উঠে হেড দেওয়ার খেলায় আনন্দের সঙ্গে অংশ নিচ্ছেন ভক্তরা। যা বাড়িয়ে দিয়েছে ম্যাচের উন্মাদনা।
এর বাইরে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধবের সঙ্গে দল বেধে। সবার একটাই চাওয়া, বাংলাদেশ জিতুক। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ছুটে আসা সরোবরে।

পরিবার নিয়ে এসেছেন ধানমন্ডির এক ব্যবসায়ী। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ভাবলাম একটু ঘুরতে বের হই। আমার স্ত্রী বলল, এখানে খেলা দেখানো হবে। অনেক মানুষের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার লোভ সামলাতে পারিনি। চলে এলাম বাবুকে নিয়ে। সে জানুক, ফুটবলকে মানুষ কতটা ভালোবাসে।’
বন্ধুবান্ধব নিয়ে এসেছে ফাইয়াজ। তিনি বলেছেন, ‘দুপুরেই চলে এসেছি। ৭টা কখন বাজবে। সময় যেন যাচ্ছেই না। এই অপেক্ষাটা মধুর।’
আজই বাড়ি থেকে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরিন। পাঁচ বান্ধবী মিলে খেলা দেখতে এসেছেন তারা। নওরিন বলছেন, ‘বাংলাদেশই জিতবে। সবার সঙ্গে গলা ফাটাব। এমন উপলক্ষ তো সবসময় আসে না। এখানে এসে অন্যরকম অনুভূতি হচ্ছে।’