বিদায়ের আগে পিএসজি সভাপতির সঙ্গে এমবাপ্পের বাকযুদ্ধ!

Looks like you've blocked notifications!
এমবাপ্পে ও খেলাইফি। ছবি : এক্স

ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, এই খবর কম-বেশি সবারই জানা। এরইমধ্যে ঘরের মাঠে পিএসজির হয়ে শেষ ম্যাচও খেলে ফেলেছেন এই ২৫ বছর বয়সী তারকা। তবে, ক্লাব ছাড়ার আগে সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন এই তারকা ফুটবলার।

সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে প্যারিস অধ্যায়ের ইতি টানেন এমবাপ্পে। সেই ভিডিও বার্তায় অনেককেই ধন্যবাদ জানান এই বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাবের কোচ, স্টাফ, কর্মকর্তাদের স্মরণ করেন।। কিন্তু বিদায়ী বার্তায় ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম নেননি তিনি। যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন খেলাইফি।

জনপ্রিয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, তুলুজের বিপক্ষে ম্যাচের আগে আলাদা কক্ষে এমবাপ্পেকে ডাকেন ক্লাব সভাপতি খেলাইফি। বিদায়ী বার্তায় তার নাম না নেওয়া ও ধন্যবাদ না জানানোর কারণ জানতে চান তিনি।

দু’জনের ব্যক্তিগত আলাপ এক পর্যায়ে তর্কযুদ্ধে পরিণত হয়। তারা একে অপরের প্রতি চিৎকার পর্যন্ত শুরু করেন। আবদ্ধ রুমে কথা কাটাকাটি হলেও কাছাকাছি ছিলেন এমন একজন সংবাদ মাধ্যম লা প্যারিসিয়াসকে জানিয়েছে, তাদের চিৎকারে দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। অবশ্য খেলাইফির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবনতির খবর নতুন নয়। এর আগেও গনমাধ্যমে এই দুইজনের কথা কাটাকাটির খবর উঠে আসে।

এদিকে, বিদায়ের আগে মনে রাখার মতো উপলক্ষ পেয়ে গেছেন এমবাপ্পে। লিগ ওয়ানে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। সোমবার প্যারিসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে।