মুস্তাফিজদের হারিয়ে জয়ে ফিরল লখনৌ

চলতি আইপিএলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে এখনও অপ্রতিরোধ্য দলটি প্রতিপক্ষের মাঠে গিয়েই হোঁচট খাচ্ছে। এবার মুস্তাফিজ-দেশপান্ডেদের খরুচে বোলিংয়ের দিনে চেন্নাইকে হারিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিল লখনৌ সুপার জায়ান্টস।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) লখনৌর একানা স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে লখনৌ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় লখনৌ।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ১৩৪ রান করেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। দুই ব্যাটারই হাঁকান দুর্দান্ত ফিফটি। এই জুটিতেই জয়ের ভিত গড়ে স্বাগতিকরা। দলীয় ১৩৪ রানের মাথায় মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি কক। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৪ রান। আর ৫৩ বলে ৮২ রান করেন রাহুল। এই ব্যাটারকে ফেরান লঙ্কান বোলার মাথিশা পাথিরানা। এরপর সহজেই জয় তুলে নেয় দলটি।
টানা দ্বিতীয় ম্যাচে খরুচে বোলিং করেন মুস্তাফিজ। এবার ৪ ওভারে ৪৩ রান দিয়ে পেলেন একটি উইকেট। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি উইকেট নিতে ৪ ওভারে দিয়েছিলেন ৫৫ রান। চলতি আসরে সব মিলিয়ে ৬ ম্যাচে মুস্তাফিজের উইকেট হলো ১১টি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯০ রানের মাথায় পাঁচ উইকেট হারায় চেন্নাই। এরপর ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৫১ রানের দারুণ একটি জুটি করে সংগ্রহ বড় করার ইঙ্গিত দেন রবীন্দ্র জাদেজা ও মঈন আলি। তবে, ২০ বলে ৩০ রান করে মঈন বিদায় নিলে সেই স্বপ্ন ভেঙে যায় সিএসকের। এরপর শেষদিকে ৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ গড়ে দেন ধোনি। ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ বলে ৫৭ রান করেন জাদেজা।