অবসরের ঘোষণা দিলেন ডি মারিয়া
কাতার বিশ্বকাপ শুরুর আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ঘোষণা দিয়েছিলেন অবসর নেবেন বিশ্বকাপের পর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে অনেক কিছুই। বিশ্বকাপ জিতে তিন তারকা খচিত জার্সিতে আরও কিছুদিন খেলবেন বলে অবসর নেননি ডি মারিয়া। এবার অবশ্য জানিয়ে দিলেন থামছেন তিনি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর অবসরের ঘোষণা দিলেন এই মিডফিল্ডার। আজ শুক্রবার (২৪ নভেম্বর) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন ডি মারিয়া।
আর্জেন্টিনার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা আছে ডি মারিয়ার। দুটি আসরের ফাইনালেই গোল করেছিলেন তিনি। বিশেষ করে বড় মঞ্চে গোল করাকে অভ্যাসে পরিণত করা ডি মারিয়াকে অনেকে ভালোবেসে ডাকেন ফাইনালম্যান বলে। এবার সেই ফাইনাল ম্যান ঘোষণা দিলেন জাতীয় দলের জার্সি তুলে রাখার।
ইনস্টাগ্রাম পোস্টে ডি মারিয়া লেখেন, ‘শেষের শুরুতে চলে এসেছি। আগামী কোপা আমেরিকা হবে জাতীয় দলের হয়ে আমার শেষ টুর্নামেন্ট। বিদায় বলতে আমার গলা ধরে আসছে। নিজের ভেতরের কষ্টটা বলে বোঝাতে পারব না। আমার সতীর্থ, বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তাদের সহায়তায় আমি আজকের আমি হয়ে উঠতে পেরেছি।’
পোস্টে তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি পেয়েছি ভক্তদের ভালোবাসা। তারা সবসময় আমাদের পাশে থেকেছেন। তাদের ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না, এতে কোনো সন্দেহ নেই। ক্যারিয়ারের মিষ্টি সময়গুলো নিয়ে আমি গর্বিত।’