ইমার্জিং এশিয়া কাপে ওমানকে হারাল বাংলাদেশ
উদীয়মানদের নিয়ে গড়া হলেও বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপের দলে জাতীয় দলের ক্রিকেটাররাও আছেন। সাইফ হাসানের নেতৃত্বে গড়া দলটি প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১৫ জুলাই) জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ওমানকে ৮ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
শুরুতে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১২৬ রানে অলআউট হয় ওমান ‘এ’ দল। জবাবে ১৬.৩ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল তোলে ১৩০ রান।
শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করতে নেমে নয় রানেই দুই উইকেট হারায় ওমান। তৃতীয় উইকেটে আয়ান খান ও কাশ্যপ প্রজাপতি মিলে ৪৫ রানের জুটিতে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ২৬ রান করে রাকিবুল হাসানের বলে বোল্ড হন আয়ান। পরের ওভারে আউট হন প্রজাপতিও।
পঞ্চম উইকেটে ৪৫ রানের আরও একটি জুটি দাঁড় করায় ওমান। কিন্তু, এরপর আর প্রতিরোধ করতে পারেনি দলটি। ৯৯ রানে পঞ্চম উইকেট হারানোর পর ১২৬ রানে অলআউট হয়ে যায় ওমান।
বাংলাদেশের পক্ষে ৯ ওভারে ১৮ রান দিয়ে চার উইকেট নেন তানজিম হাসান সাকিব। রাকিবুল ও মাহমুদুল হাসান হয় পান দুটি করে উইকেট।
১২৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে নাঈম শেখ ও তানজিদ খানের ওপেনিং জুটিতে আসে ১০৯ রান। ৪৯ বলে ৬৮ রান করে আউট হন তানজিদ। একই ওভারে অধিনায়ক সাইফ ফিরে যান শূন্য রানে। দুটো উইকেটই পান আকিব ইলিয়াস। তবে ৪২ বলে অপরাজিত ৪৭ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নাঈম শেখ। বল হাতে দারুণ অবদান রাখায় ম্যাচসেরা হন তানজিম হাসান।