ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বাই-গুজরাট

Looks like you've blocked notifications!
গুজরাট বনাম মুম্বাই । ছবি : আইপিএলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

জিতলেই ফাইনাল, হারলেই বাদ। এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে আজ শুক্রবার (২৬ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আইপিএলের অন্যতম দুই শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটান্স। একদিকে এলিমিনেটরে দুর্দান্ত জয়ে আত্নবিশ্বাসী মুম্বাই, অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া গুজরাট। সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই। এর আগেও বেশ কয়েকবার দলটির ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া রোহিত শর্মা-সুর্যকুমার যাদবদের মতো পরীক্ষিতরা দলটির অন্যতম ভরসার জায়গা। অন্যদিকে, নিজেদের প্রথম আসরেই শিরোপা জিতে বাজিমাত করা গুজরাট দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন পূরণে মরিয়া।

চলতি আইপিএলে টেবিল টপার গুজরাট প্রথম কোয়ালিফায়ারে বড়সড় ধাক্কা খেয়েছে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। তাই আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই হার্দিক পান্ডিয়ার দলের সামনে। সেদিক বিবেচনায় এলিমিনেটরে সহজ জয়ে গুজরাটকে হারানোর আত্মবিশ্বাস পেয়েছে রোহিতের দল। পাশাপাশি পরিসংখ্যানও কথা বলছে মুম্বাইয়ের পক্ষে। এর আগে দুই দলের তিনবারের দেখায় দুবারই শেষ হাসি হেসেছে মুম্বাই। তবে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে হার্দিকের দল।

গুজরাটের জন্য কাজটা মোটেও সহজ হবে না। কারণ পয়েন্ট টেবিলের তলানী থেকে যেভাবে প্লে-অফে উঠে এলো মুম্বাই, তা সত্যিই অনুপ্রেরণার। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়েই ফাইনালে যেতে চায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। গুজরাটের অন্যতম শক্তির জায়গা দলের ব্যাটিং লাইন আপ। শুভমান গিল, ডেভিড মিলার, পান্ডিয়াদের এই ম্যাচে জ্বলে ওঠাটা বেশ জরুরি। মুম্বাইও চাইবে রোহিত-যাদবদের ব্যাট যেন হাসে। কারণ তাদের ব্যাট হাসলে মুম্বাইকে আটকানো এক কঠিন চ্যালেঞ্জ বটে।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ : ইশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরুন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, টিম ডেভিড, নেহাল ওয়েদেরা, ক্রিস জর্ডান, পিয়ুশ চাওলা, জেসন বেহরেনডফ ও আকাশ মাদওয়াল।

গুজরাটের সম্ভাব্য একাদশ : ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দাসুন শানাকা, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, নুর আহমেদ ও মোহাম্মদ শামি।