বিসিবির নির্বাচক কমিটিতে রদবদল

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটিতে পরিবর্তন আসছে, তা অনেকদিন ধরেই জনশ্রুতি ছিল। না, শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তন আনা হয়নি। কিছুটা রদবদল হয়েছে। জাতীয় দলের তিন সদস্যের নির্বাচক কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন।
ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন সদস্য হিসেবে যোগ দেবেন এত দিন জুনিয়র ক্রিকেটারদের নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার শিপন।
সরিয়ে দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। তাঁকে নারী ক্রিকেটারদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে।
জুনিয়র নির্বাচক হিসেবে এহসানুল হকের সঙ্গে যোগ দেবেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ও সাবেক ওপেনার হান্নান সরকার।
সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘দল নির্বাচনের আগে ক্রিকেট পরিচালনা প্রধান, কোচ ও ম্যানেজার তিন সদস্যের নির্বাচক প্যানেলের সঙ্গে বসে তাঁদের চাহিদাটা জানাবেন। এরপর দল গঠন করে সেটা আমার কাছে পাঠানোর আগে তাতে সবার স্বাক্ষর নেওয়া হবে।’