Beta

চট্টগ্রামে বাংলা টাইগার্সের লোগো উম্মোচন

১২ অক্টোবর ২০১৯, ২১:২৮

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী নভেম্বরে বসছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। এই আসরে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স অংশ নিচ্ছে। আজ শনিবার চট্টগ্রামে জাঁকজমকপূর্ণভাবে দলটির লোগো উম্মোচন করা হয়।

চট্টগ্রাম ক্লাবে দলটির লোগো উম্মোচন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র জ ম নাছির উদ্দীন। এসময় বাংলা টাইগার্সের চেয়ারম্যান মোঃ ইয়াসিন চৌধুরী, কো-চেয়ারম্যান সিরাজুদ্দীন মোঃ আলমগীর, উপদেষ্টা সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বক্তব্য রাখেন।

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট হবে আগামী ১৬ অক্টোবর। আট দলের এই টুর্নামেন্টটি শুরু হবে ১৪ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ২৪ নভেম্বর।

আসরে বিভিন্ন দেশের আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে দল গুলো অংশ নেবে। ‘এ’ গ্রুপে বাংলা টাইগার্স, ডেক্কান, দিল্লি বুলস ও কর্ণাটক। ‘বি’ গ্রুপে খেলবে মারাঠা অ্যারাবিয়ান কালান্দার্স, নর্দার্ন ওয়ারিয়রস ও টিম এইট।

Advertisement