Beta

সন্ধ্যায় সেনেগালের বিপক্ষে নামছে ব্রাজিল

১০ অক্টোবর ২০১৯, ১৫:১৪

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার সেনেগালের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিঙ্গাপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এ ম্যাচে মাঠে নামলেই ব্রাজিলের জার্সিতে অনন্য কৃতিত্ব গড়বেন নেইমার। কারণ, দেশের জার্সিতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের শততম ম্যাচ এটি।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। মাঝে কেটে গেল ৯টি বছর। এই সময়ের মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। আজ সেনেগালের বিপক্ষে নিজের শততম ম্যাচটি খেলতে যাচ্ছেন বিশ্বের অন্যতম এই ফরোয়ার্ড।

নেইমারের শততম ম্যাচ সামনে রেখে গতকাল বুধবার তাঁকে একটি বিশেষ জার্সি উপহার দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে মজার বিষয় হলো, জার্সিটিতে চিরাচরিত ১০ নম্বর লেখা ছিল না, লেখা ছিল ১০০।

বিশেষ জার্সিটি নেইমারের হাতে তুলে দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা বেবেতো। ১০০তম ম্যাচের জার্সি উপহার পেয়ে বেশ আনন্দিত নেইমার। নিজের অনুভূতি নিয়ে পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার জাতীয় দল ও ক্লাব—দুই ক্ষেত্রেই অনেক খুশি। একশ ম্যাচ খেলতে পেরে আমি অনেক আনন্দিত।’

Advertisement