Beta

প্রশংসায় ভাসছে আফগানিস্তান

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫১

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। নিজেদের তৃতীয় টেস্টে এই সাফল্য পায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ১১৫ টেস্ট খেলার অভিজ্ঞ বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রশিদ-নবিরা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স আফগানিস্তানের প্রশংসা করে বলেন, ‘তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নেওয়ায় অভিনন্দন আফগানিস্তানকে। ভবিষ্যতে আরো ভালো কিছু করার ক্ষমতা আছে এই দলটির।’

আফগানদের ঐতিহাসিক জয়ের নায়ক অধিনায়ক রশিদ খান। বল হাতে ১১ উইকেট ও ব্যাট হাতে ৭৫ রান নিয়ে ম্যাচসেরা হন তিনি। রশিদের প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজেদের অফিশিয়াল পেজে টুইট করে লিখেছে, ‘সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে টেস্ট জয়। ম্যাচে ১১ উইকেট নেওয়া। ব্যাট হাতে হাফসেঞ্চুরি করা। দুর্দান্ত একজন তারকা রশিদ খান, ম্যান অব দ্য ম্যাচ।’

বাংলাদেশকে হারানোয় আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের দুর্দান্ত জয়। রশিদের দলকে অনেক অভিনন্দন। শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে নয় বৃষ্টির সঙ্গেও লড়াই ছিল আফগানদের।’

Advertisement