Beta

‘ওয়ার্নার, তুমি একজন প্রতারক’

০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৭

স্পোর্টস ডেস্ক

চলমান অ্যাশেজ সিরিজে রূপকথার প্রত্যাবর্তন হয়েছে স্টিভ স্মিথের।  একটি টেস্ট না খেলেও ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তিনি। স্মিথের সঙ্গে নিষিদ্ধ  হয়েছিলেন ডেভিড ওয়ার্নারও। অবশ্য অসি ওপেনারের চলতি অ্যাসেজ মোটেও ভালো কাটছে না। অনেকটাই নিষ্প্রভ তিনি। চার টেস্টে ওয়ার্নার মাত্র একটি ইনিংসে অর্ধশতক করেছেন। বাকি ইনিংসে রানসংখ্যা দুই অঙ্কতেও পৌঁছায়নি- ২, ৮, ৩, ৫, ০।

ওয়ার্নারকেই এবার প্রতারক বলে ব্যঙ্গ করলেন ইংলিশ সমর্থকরা। অবশ্য তাতে একটুও চটেননি তিনি, বরং তিনি থাম্বস আপ দেখিয়ে এর জবাব দিয়েছেন।

ম্যাঞ্চেস্টার টেস্টের চালকের আসনে অস্ট্রেলিয়া। স্মিথের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ম্যাঞ্চেস্টারে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে অসিরা। এই ম্যাঞ্চেস্টার টেস্টেই এবার আলোচনায় ওয়ার্নার।

অবশ্য তা মাঠের বাইরের কীর্তিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ক্রিকেট ভক্ত একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম থেকে মাঠে যাচ্ছেন ওয়ার্নার। পেছন থেকে এক ক্রিকেট ভক্ত, তাঁকে বলেন, ‘ওয়ার্নার, তুমি একজন প্রতারক।’

ইংলিশ সমর্থকদের কথায় মেজাজ হারাননি ওয়ার্নার। পেছনে ফিরে দুই হাত তুলে থাম্বস আপ দেখান।

Advertisement