Beta

আবেদন করতে গিয়েই পড়ে গেলেন বোলার, হাসির রোল (ভিডিওসহ)

২২ আগস্ট ২০১৯, ১৭:০৪

স্পোর্টস ডেস্ক

ঘটনাটি অপ্রত্যাশিত, তবে খুবই মজার। এমন ঘটনায় দর্শকরা তো বটেই, খেলোয়াড়রাও হাসি চেপে রাখতে পারেননি। এমন ঘটনাটি ঘটেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে সাসেক্স ও মিডলসেক্সের ম্যাচে।

সেই ঘটনার ভিডিও পোস্ট করেছে কাউন্টি চ্যাম্পপিয়নশিপ। জেমস হ্যারিসের বিরুদ্ধে সাসেক্সের খেলোয়াড় টম হেইনেস এলবিডব্লু আউটের আবেদন মজার হয়ে উঠে। বল করে আম্পায়ারের দিকে তাকিয়ে পিছনের দিকে হাঁটতেই পা পিছলে পড়ে যান হেইনেস। আর তা দেখে তাঁর সহ খেলোয়াড় ও ধারাভাষ্যকাররাও হেসে ফেলেন।

 কিন্তু এত কিছু করেও খালি হাতে ফিরতে হলো তাঁকে। আম্পায়ার তাঁর আবেদনে সাড়া দেননি।

Advertisement