Beta

বিদায় বলেও বললেন না গেইল!

১৫ আগস্ট ২০১৯, ১৬:১৩

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে থেকেই ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের বিদায়ের কথা ওঠে। ইংল্যান্ডে যাওয়ার আগে গেইল জানান, বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন তিনি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে আবার সিদ্ধান্ত পাল্টান। তাতে ধারণা হয়, ভারতের বিপক্ষে খেলে হয়তো ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন বিশ্ব ক্রিকেট মাতানো এই ব্যাটসম্যান।

গতকাল বুধবার ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলতি সিরিজের শেষ ওয়ানডে। ম্যাচের আগে অনেকেই এটিকে গেইলের বিদায়ী ম্যাচ ধরে নিয়েছিলেন। ম্যাচে গেইল ব্যাট হাতে করেন দুর্দান্ত। মাত্র ৪১ বলে খেললেন ৭২ রানের ঝড়ো ইনিংস। আউট হয়ে মাঠ থেকে বের হওয়ার সময় ভক্তরা  দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁকে। গেইল তাঁর ব্যাট তুলে সেই অভিবাদন গ্রহণও করেন। তবে সেটা বিদায়ের নয়, আবারও মাঠ মাতাবেন বলে।

এখনই বিদায় নয় এমন বার্তা দিয়ে কিছুক্ষণ পরই এক ভিডিওতে হাজির হন গেইল। ম্যাচ শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাইটে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিও বার্তায় গেইল বলেন, ‘আমি অবসরের কোনো ঘোষণা দিইনি। পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে।’

সব মিলিয়ে নিজের অবসর নিয়ে সমর্থককে বেশ ধোঁয়াশার মধ্যে রাখলেন ক্যারিবীয় ব্যাটিং দানব। বিদায় বলেও যেন বললেন না। আপাতত গেইলের পরবর্তী ঘোষণার জন্যই ভক্তদের অপেক্ষা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সিরিজ জিতে নেয় সফরকারী ভারত।

Advertisement