Beta

বিশ্বকাপের টিকেট পাওয়ার অভিযানে বাংলাদেশের মেয়েরা

১৫ আগস্ট ২০১৯, ১৫:৪৪

ক্রীড়া প্রতিবেদক

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বসেরা হওয়ার মঞ্চে অংশ নিতে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। সেই বাছাইপর্বে অংশ নিতে আজ (১৫ আগস্ট) দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

আট দলকে নিয়ে ৩১ আগস্ট থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মূল পর্বে অংশ নেওয়ার আগে স্কটল্যান্ডে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। এরপর নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবেন সালমারা। প্রস্তুতি ম্যাচ শেষ করে যোগ দেবেন বাছাইপর্বে।

দীর্ঘ সফর সামনে রেখে আজ সকাল ১০টার ফ্লাইটে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী দল। সেখান থেকে ২৭ আগস্ট যাবে স্কটল্যান্ডে।

বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর দিন আগামী ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।

স্ট্যান্ডবাই : সুরাইয়া আজমি, লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা।

Advertisement